ছিনতাইয়ের ঘটনায় হোটেল মালিকদের কড়া বার্তা দিলেন ওসি

author-image
Harmeet
New Update
ছিনতাইয়ের ঘটনায়  হোটেল মালিকদের কড়া বার্তা দিলেন ওসি

দিগ্বিজয় মাহালী, ডেবরাঃ সোমবার মেদিনীপুর শহরের ছিনতাই হওয়ার এক ঘন্টার মধ্যে দুজনকে ডেবরা টোলে পাকড়াও করে ডেবরা থানার পুলিশ। তদন্তে নেমে জিজ্ঞাসাবাদে ডেবরার একটি গেস্ট হাউসের নাম উঠে আসে। ডেবরার সেই গেস্ট হাউসে একাধিক বার থেকেছেন দুই ছিনতাই বাজের একজন। সঙ্গে আরো দুজন ছিল।কিন্তু হোটেলে সেই ভাবে সবাইয়ের তথ্য লিপিবন্ধ না থাকার কারণে বাকীদের পরিচয় জানা যায়নি।

পুলিশের অনুমান ওই হোটেলে থেকে বিভিন্ন ধরনের ক্রাইমের পরিকল্পনা করা হতো। তাই আজ দুপুরে ডেবরা থানা এলাকায় যে সমস্ত হোটেল ও ধাবা এবং গেস্ট হাউস ও লজ আছে তাদের মালিককে ডেকে কড়া বার্তা দিয়েছেন ডেবরা থানার ওসি প্রণব পাত্র। সঙ্গে ছিলেন এস ডি পি ও ও ডেবরা সি আই। দ্রুত সমস্ত জায়গায় সিসিটিভি লাগিয়ে তা সচল রাখতে হবে বলে নির্দেশ দেয় পুলিশ। গেস্ট থাকলে তাদের রেজিস্টার মেইনটেন করতে হবে। বাইরের রাজ্যের কেউ থাকলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে হবে। পাশাপাশি আরো বেশকিছু নির্দেশ দেওয়া হয় এদিন।

গাফিলতির ক্ষেত্রে পুলিশ কড়া পদক্ষেপ নেবে বলে জানান ডেবরা এস ডি পি ও গোবিন্দ সিকদার। যদিও এই ছিনতাইয়ের ঘটনায় গেস্ট হাউসের মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ডেবরা থানার পুলিশ।