নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইয়ের মাদক মামলার তদন্তের প্রাথমিক দায়িত্বে থাকা প্রাক্তন এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়েকে সোমবার চেন্নাইতে বদলি করে দেওয়া হল। মাত্র কয়েকদিন আগেই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো এই মামলায় আরিয়ান খানকে ক্লিন চিট দিয়েছে। ওই দিনই শোনা গিয়েছিল, শীঘ্রই তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে। তাঁর বিরুদ্ধে জাত সংক্রান্ত ভুয়ো শংসাপত্র দাখিল করার পাশাপাশি মাদক মামলার ‘তদন্তে গাফিলতির’ অভিযোগ ছিল। এক সূত্র দাবি করেছিল, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে উপযুক্ত কর্তৃপক্ষকে সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিন, অর্থ মন্ত্রকের অধীনে থাকা রাজস্ব বিভাগ এবং সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস এই বদলির আদেশ জারি করেছে।