ইউক্রেনে ফরাসি সাংবাদিক নিহত: ম্যাক্রোঁ

author-image
Harmeet
New Update
ইউক্রেনে ফরাসি সাংবাদিক নিহত: ম্যাক্রোঁ

নিজস্ব সংবাদদাতাঃ  ইউক্রেনে এক ফরাসি সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে বলে টুইট বার্তায় জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। টুইটে ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘সাংবাদিক ফ্রেডেরিক লেক্লার্ক-ইমহফ যুদ্ধের বাস্তবতা দেখানোর জন্য ইউক্রেনে ছিলেন। রুশ বোমা হামলা থেকে বাঁচতে পালাতে বাধ্য হওয়া বেসামরিক নাগরিকদের সঙ্গে একটি মানবিক বাসে তিনি গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেন।’ ম্যাক্রোঁ টুইটারে বলেন , "আমি ফ্রেডেরিক লেক্লার্ক-ইমহফের পরিবার, বন্ধু এবং সহকর্মীদের সঙ্গে শোক ভাগ করে নিচ্ছি, যাদের প্রতি আমি সমবেদনা জানায়।" অবিলম্বে তার মৃত্যুর তদন্তের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা।