New Update
/anm-bengali/media/post_banners/99Q6x8r2dTwSDlCo7wbB.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ চাকরি প্রার্থীদের জন্য সুখবর। দিল্লি পুলিশে পুরুষ হেড কনস্টেবল পদে চলছে নিয়োগ। মোট শূন্যপদ ৫৫৯ টি। চাকরি প্রার্থীকে উচ্চমাধ্যমিক পাসের সঙ্গে কম্পিউটারে প্রতি মিনিটে ৩৫ টি ইংরাজি শব্দ ও ২৫ টি হিন্দি শব্দ টাইপ করতে জানতে হবে।
বয়স- ২৫ বছর। এসসি/এসটিদের জন্য ৫ বছর ও ওবিসিদের জন্য ৩ বছরের বয়সের ছাড় রয়েছে।
বেতন- ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা।
আবেদনের জন্য দিল্লি পুলিশের ওয়েব সাইট ভিসিট করুন (https://ssc.nic.in/Registration/Home )। আবেদন মূল্য হিসাবে চাকরি প্রার্থীকে ১০০ টাকা দিতে হবে। তবে এসসি ও এসটি চাকরি প্রার্থীদের আবেদন মূল্য লাগবেনা। আবেদনের শেষ তারিখ ১৬.০৬.২০২২।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us