New Update
/anm-bengali/media/post_banners/g9UFDhGBhee6AbqeNYjD.jpg)
সুদীপ ব্যানার্জী, পেট্রোল এবং ডিজেল নিয়ে কেন্দ্র-রাজ্য দুই সরকারকে বিধলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।শনিবার দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে আলিপুরদুয়ারের জেলা বামফ্রন্টের পার্টি অফিসে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন সিপিআইএমের এই বর্ষীয়ান নেতা। সূর্যকান্ত মিশ্র বলেন "হু হু করে বাড়ছে পেট্রোল এবং ডিজেলের দাম।এই দাম বৃদ্ধি মূলত কেন্দ্রীয় সরকার করে থাকে।আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম কমছে তখন নতুন করে তেলের দাম বৃদ্ধি করছে কেন্দ্র। সাধারণ মানুষের পকেট কাটার দারুণ একটি পদ্ধতি। রাজ্য সরকার চাইলেই পারে পেট্রোল এবং ডিজেল থেকে রাজ্যের কর উঠিয়ে নিতে।বামফ্রন্ট সরকারের সময় এই কর উঠিয়ে নেওয়া হয়েছিল।বাস মালিকদের সাথে কোনো রকম বোঝাপড়া নেই।স্বাভাবিক ভাবেই বন্ধ রয়েছে বাস গুলো। অন্যদিকে বিধান পরিষদ করছে এই সরকার।“
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us