লস অ্যাঞ্জেলসের মেয়র এরিক গারসেত্তি ভারতে মার্কিন রাষ্ট্রদূত মনোনীত

author-image
New Update
লস অ্যাঞ্জেলসের মেয়র এরিক গারসেত্তি ভারতে মার্কিন রাষ্ট্রদূত মনোনীত

নিজস্ব প্রতিনিধি: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লস অ্যাঞ্জেলসের মেয়র এরিক গারসেত্তিকে ভারতে তাঁর রাষ্ট্রদূত মনোনীত করলেন।

সেনেট যদি সম্মতি দেয় তবে ৫০ বছরের গারসেত্তি কেনেখ জাসটারের জায়গা নেবেন, যিনি ট্রাম্প প্রশাসনের সময় ভারতে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন।