ফাইনালে নেমেই নজির ফার্গুসনের!

author-image
Harmeet
New Update
ফাইনালে নেমেই নজির ফার্গুসনের!

নিজস্ব সংবাদদাতাঃ শেষ পর্যন্ত নজির ধরে রাখতে পারলেন না উমরান মালিক। এবারের আইপিএলের দ্রুততম বলের নিরিখে তাঁকে টপকে গেলেন গুজরাত টাইটান্সের বোলার লকি ফার্গুসন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ঘণ্টায় ১৫৭ কিলোমিটার গতিতে একটি বল করেছিলেন উমরান। আইপিএলের ফাইনালে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ঘণ্টায় ১৫৭.৩ কিলোমিটার গতিতে বল করে উমরানকে টপকে গেলেন ফার্গুসন। ফাইনালের পঞ্চম ওভারে বল করতে আসেন ফার্গুসন। প্রথম দু’বলের পরেই বলের গতি বাড়তে শুরু করে। তৃতীয় বলটি করেন ঘণ্টায় ১৫৪ কিলোমিটার গতিতে। পরের বলের গতি ছিল ঘণ্টায় ১৫৩ কিলোমিটার। ওভারের শেষ বলে জস বাটলারকে অফ স্টাম্পের বাইরে ইয়র্কার করেন ফার্গুসন। ব্যাট ছোঁয়াতে পারেননি বাটলার। বলের গতি দেখায় ঘণ্টায় ১৫৭.৩ কিলোমিটার। তার সঙ্গে উমরানকে টপকে যান নিউজিল্যান্ডের বোলার।