১০৩ ঘণ্টার অনশনে অসুস্থ বিমল গুরুং, ভর্তি হাসপাতালে

author-image
Harmeet
New Update
১০৩ ঘণ্টার অনশনে অসুস্থ বিমল গুরুং, ভর্তি হাসপাতালে

নিজস্ব সংবাদদাতাঃ  টানা পাঁচদিনের অনশনে অসুস্থ হয়ে পড়লেন মোর্চা প্রধান বিমল গুরুং। ১০৩ ঘণ্টার অনশনে অসুস্থ বিমল গুরুংকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় রবিবার। জিটিএ নির্বাচনের বিরোধিতায় অনশনে বসেছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং। কিন্তু শারীরিক দুর্বলতা বাড়তে শুরু করে। এরপরই এদিন তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয় বলে সূত্রের খবর। জানা যায়, শনিবার রাজ্যের তরফে বুলুচিক বরাই বিমল গুরুংয়ের সঙ্গে দেখা করেন। তিনি বিমল গুরুংকে অনুরোধ জানান অনশন প্রত্যাহারের জন্য। কিন্তু তাতে কোনও কাজ হয়নি। রবিবারও অনশন মঞ্চেই দেখা যায় গুরুংকে। এদিকে জেলা স্বাস্থ্য দফতরের চিকিৎসকরাও জানিয়েছিলেন, এই টানা অনশনের ধকলে তিনি দ্রুত অসুস্থ হয়ে পড়ছেন। আপাতত বিমল গুরুংয়ের অনশনে ইতি টানা হল বলেই মনে করছে রাজনৈতিক মহল।