কলকাতা সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি

author-image
Harmeet
New Update
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি

নিজস্ব সংবাদদাতাঃ সকাল থেকেই দক্ষিণবঙ্গের কয়েক জায়গায় বৃষ্টি হয়েছে। এবার কলকাতা সহ শান্তিপুর, শ্যামনগর ও চন্দননগরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে।

শুরু হল বৃষ্টি, আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টি কলকাতা-সহ একাধিক জেলায় | News  in Bengali

কলকাতায় এই মুহূর্তে ৩৩ ডিগ্রি তাপমাত্রা রয়েছে। বৃষ্টির সম্বন্ধে লাইভ আপডেট জানতে লিঙ্কে ক্লিক করুন- (https://www.windy.com/-Rain-thunder-rain?rain,21.984,88.363,8)।