New Update
/anm-bengali/media/post_banners/G2KFpmoC78SeTJ74IGi4.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবার বীরভূমে বিজেপিতে বিশাল ভাঙন। বীরভূমের নানুরের সর্পলেহনা আলবাঁধা পঞ্চায়েতের এক বুথ সভাপতি সহ বিজেপির ২৫০ কর্মী তৃণমূলে যোগ দিল। রাজ্যের স্বার্থে দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দলত্যাগীরা। তবে বিজেপির তরফে দাবি করা হয়েছে, ভয় দেখিয়ে দলত্যাগ করানো হয়েছে কর্মীদের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us