মাঝ আকাশে গায়েব বিমান, জরুরী নম্বর চালু করল ভারতীয় দূতাবাস

author-image
Harmeet
New Update
মাঝ আকাশে গায়েব বিমান, জরুরী নম্বর চালু করল ভারতীয় দূতাবাস

নিজস্ব সংবাদদাতাঃ রবিবার সকালে উড়ানের পড়েই মাঝ আকাশ থেকে নিখোঁজ হয়ে যায় একটি নেপালি বিমান। বিমান ছিল ২২ জন। যার মধ্যে ৪ জন ছিল ভারতীয়। এই ঘটনার জেরে এবার জরুরী নম্বর চালু করল নেপালের কাঠমুন্ডুতে থাকা ভারতীয় দূতাবাস। নম্বরটি হল ৯৭৭-৯৮৫১১০৭০২১। এই নম্বরে ফোন করে নিখোঁজ বিমানের সম্বন্ধে জানতে পারা যাবে।