New Update
/anm-bengali/media/post_banners/ReQ19dLWsxWAMcOrqhNI.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ রবিবার সকালে উড়ানের পড়েই মাঝ আকাশ থেকে নিখোঁজ হয়ে যায় একটি নেপালি বিমান। বিমান ছিল ২২ জন। যার মধ্যে ৪ জন ছিল ভারতীয়। এই ঘটনার জেরে এবার জরুরী নম্বর চালু করল নেপালের কাঠমুন্ডুতে থাকা ভারতীয় দূতাবাস। নম্বরটি হল ৯৭৭-৯৮৫১১০৭০২১। এই নম্বরে ফোন করে নিখোঁজ বিমানের সম্বন্ধে জানতে পারা যাবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us