অমিত শাহের পরামর্শে জৈব খাদ্য বিভাগে প্রবেশ আমূলের

author-image
Harmeet
New Update
অমিত শাহের পরামর্শে জৈব খাদ্য বিভাগে প্রবেশ আমূলের

নিজস্ব সংবাদদাতা : আমূলের মুকুটে নয়া পালক। প্রথমবার জৈব খাদ্য বিভাগে প্রবেশ করলো সংস্থাটি। গুজরাট-ভিত্তিক দুগ্ধ সমবায় সমিতি আমূল লঞ্চ করলো অর্গানিক আটা। আগামীদিনে জৈব ডাল ও চালও বাজার কাঁপাবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। টুইটারে আমূলের তরফে আরও বলা হয়েছে, স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহের পরামর্শে, আমূল তার প্রথম জৈব পণ্য, আমূল জৈব গমের আটা চালু করেছে। আমূল অর্গানিক গমের আটা ১ ও ৫ কেজির প্যাকেটে পাওয়া যাবে। ১ কেজির দাম ৬০ টাকা এবং ৫ কেজি প্যাকেটের দাম ২৯০ টাকা। জুনের প্রথম সপ্তাহ থেকে গুজরাট জুড়ে আমূল পার্লার এবং নেতৃস্থানীয় খুচরা দোকানগুলিতে লঞ্চ করা হবে৷ গ্রাহকরা জুনের পর থেকে গুজরাট, দিল্লি এনসিআর, মুম্বাই এবং পুনে জুড়ে হোম ডেলিভারির জন্য amulorganic.org থেকে অনলাইনে এটি কিনতে পারবেন। ​