New Update
/anm-bengali/media/post_banners/ufj633CO2spBD9eupDCH.jpg)
দিগ্বিজয় মাহালিঃ দাসপুরে এক গৃহস্থের গোয়াল ঘরে আগুন লেগে আহত হয়েছে দুটি গরু। ঘটনার ফলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দাসপুরের রামপুর এলাকায়। জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় রামপুর গ্রামের বাসিন্দা রঞ্জিত সাউ এর কোনও এক সদস্য গোয়াল ঘরের পাশে থাকা উনুনে গরুর খাবার সেদ্ধ করছিল। গরুর খাবার সেদ্ধ হয়ে গেলে সে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে সে দেখে দাউ দাউ করে গোয়াল ঘরে আগুন জ্বলছে। তৎক্ষণাৎ সে ছুটে যায় গোয়াল ঘরের দিকে। তবে ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় গোয়াল ঘরে থাকা জিনিসপত্র ও আহত হয় দুটি গরু। পরে স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হয়। তবে পুড়ে ছাই হয়ে যায় গোয়াল ঘরটি। ঘটনার খবর পেয়ে সেখানে যায় পুলিশ। প্রতিবেশীদের ধারণা খাবার সেদ্ধ করতে গিয়েই ভুলবশত উননের আগুন না নেভানোর কারণে এই ঘটনা ঘটেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us