মেঘমুক্ত আকাশ কলকাতায়

author-image
Harmeet
New Update
মেঘমুক্ত আকাশ কলকাতায়

নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যের বিভিন্ন স্থানে রবিবার সকাল থেকেই বৃষ্টিপাত হচ্ছে। তবে আপাতত মেঘমুক্ত রয়েছে কলকাতার আকাশ।  তবে ২ টোর পর থেকে মেঘাচ্ছন্ন থাকবে আকাশ। তারপরেই কলকাতায় বৃষ্টি হতে পারে। বর্তমানে কলকাতায় তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসে রয়েছে। লিঙ্কে গিয়ে দেখুন লাইভ আপডেট- (https://www.windy.com/22.523/88.984?snowAccu,next3d,21.984,88.363,8)।

Weather - Clouds build up hope but rain eludes Kolkata - Telegraph India