কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের জেলা সাংগঠনিক বৈঠকে কেন্দ্রকে তোপ

author-image
New Update
কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের জেলা সাংগঠনিক বৈঠকে কেন্দ্রকে তোপ

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর: কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের জেলা সাংগঠনিক বৈঠক চলছে বালিচকে। এদিন কোভিড বিধি মেনে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তের যারা এই সংগঠনে নেতৃত্ব দেন তাদের নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনে  উপস্থিত ছিলেন  তৃণমূল রাজ্য ক্ষেত মজদুর সংগঠনের সভাপতি পূর্ণেন্দু বসু। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী ডাঃ হুমায়ুন কবীর,প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো সহ অনান্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে পূর্ণেন্দু বাবু বলেন, কেন্দ্র সকলের থেকে বেশী ক্ষতি করেছে কৃষকদের। তাই আমরা সম্মেলনের মধ্য দিয়ে তাদের ধিক্কার জানাই। পাশাপাশি বিভিন্ন ইস্যু নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হন পূর্ণেন্দু বসু।