সেলিমপুরে বিজেপির মিছিল

author-image
Harmeet
New Update
সেলিমপুরে বিজেপির মিছিল

নিজস্ব সংবাদদাতাঃ সেলিমপুরে সরকারের বিরুদ্ধে বিজেপির মিছিল। বেকারত্বের হার বৃদ্ধি, এসএসসি দুর্নীতি সহ একাধিক বিষয়কে সামনে রেখে আজ মিছিলে অংশ নিয়েছে বিজেপি কর্মী সমর্থকরা। সেলিমপুর থেকে যাদবপুর ৮-বি হয়ে সুলেখা মোড় পর্যন্ত যাবে মিছিলটি। “চোর ধরো, জেলে ভরো” স্লোগান দিয়ে এগিয়ে চলে মিছিল।

Dissent within Bengal BJP comes out in the open - The Hindu