দু মাসের কঠোর লকডাউনে সাংহাই এখন যেন ভূতের শহর

author-image
Harmeet
New Update
দু মাসের কঠোর লকডাউনে সাংহাই এখন যেন ভূতের শহর

নিজস্ব সংবাদদাতাঃ করোনার ঢেউ আছড়ে পড়ার পর গোটা চিন থেকে সাংহাইকে বিছিন্ন করা দেওয়া হয়। চিন সরকারের কঠোর কোভিড নীতির কারণে সাংহাই শহরবাসীকে কার্যত তালাবন্দি করে রাখা হয়েছে। চিনের বানিজিক প্রাণকেন্দ্র সাংহাই শহরে লকডাউন এতটাই কঠোর রাখা হয়েছে, যে মানুষের বাইরে বের হওয়ার উপায় নেই। দোকান-বাজার, শপিং মল দিনের কিছু সময় বাদ দিলে পুরো বন্ধ। সন্ধ্যা থেকে রাস্তার সব আলো নিভিয়ে দেওয়া হয়। এমনও অভিযোগ আবাসনের মানুষ যাতে কিছুতেই বাইরে বের হতে না পারে, তার জন্য প্রশাসনের পক্ষ থেকে বাইরে থেকে তালাও ঝুলিয়ে দেওয়া হয়। এভাবেই প্রায় দু মাস কাটতে চলল সাংহাইবাসীর। সাংহাই এখন কার্যত ভূতের শহরে পরিণত। সাংহাইয়ের মানুষের অভিযোগ, দেশের রাজধানী বেজিংকে বাঁচাতে তাদের ওপর কার্যত জোর করে অমানবিক লকডাউন চাপিয়ে দেওয়া হচ্ছে।