New Update
/anm-bengali/media/post_banners/6cp8bNmd8WLOnqNxNXnv.jpg)
নিজস্ব সংবাদদাতা, জামুরিয়াঃ বিশ্ব ঋতুস্রাব দিবস উপলক্ষে NIFAA নামক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে মন্ডলপুর ইয়ং স্টার ক্লাবের সহযোগিতায় মন্ডলপুর গ্রামে মহিলা স্বাস্থ্য সচেতনতা শিবির পালিত হল। এই শিবিরে ৭৮ জন মহিলা অংশগ্রহণ করেন এবং প্রত্যেকের হাতে Baala Pad তুলে দেওয়া হয়। সভাতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংস্থার জেলা সভাপতি রবীন গঙ্গোপাধ্যায়, জেলা কমিটির সদস্য বর্ণালী গঙ্গোপাধ্যায়, কোর্ডিনেটর পিন্টু কুমার দত্ত,মহিলা সদস্যা শ্যামলী বন্দোপাধ্যায় ও ক্লাব সভাপতি স্বপন মাজি। এই প্রসঙ্গে পিন্টু কুমার দত্ত বলেন, "আমরা সুন্দর সমাজ গড়ার মন্ত্র নিয়ে আগামী দিনে সামাজিক কাজের মধ্য দিয়ে সুন্দর সমাজ গড়ে তুলবো এই আশা রাখি।"
​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us