দেশের প্রাপ্ত বয়স্ক জনসংখ্যার ৮৮ শতাংশের বেশি মানুষ সম্পূর্ণ টিকা পেয়েছেঃ স্বাস্থ্যমন্ত্রী

author-image
Harmeet
New Update
দেশের প্রাপ্ত বয়স্ক জনসংখ্যার ৮৮ শতাংশের বেশি মানুষ সম্পূর্ণ টিকা পেয়েছেঃ স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতাঃ দেশের মোট প্রাপ্ত বয়স্ক জনসংখ্যার ৮৮ শতাংশের বেশি মানুষ সম্পূর্ণ কোভিড টিকা নিয়ে নিয়েছেন। আজ একথা জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্দাভিয়া। আজ টুইটে মন্ত্রী লেখেন, "টিকা নেওয়ার পরও কোভিড সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।" ২০২১ সালের ১৬ জানুয়ারি থেকে দেশব্যাপী কোভিড টিকাকরণ শুরু হয়েছিল। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে বিনামূল্যে টিকা সরবরাহ করছে কেন্দ্রীয় সরকার। স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী, আজ সকাল ৭টা পর্যন্ত দেশে ১৯৩ কোটি ১৩ লাখ ৪১ হাজার ৯১৮ ডোজ টিকা দেওয়া হয়েছে।