New Update
/anm-bengali/media/post_banners/khp6CAGliUlgpi7IlM4Q.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সামনেই জামাই ষষ্ঠী। তার আগেই এবার মাছের দাম চিন্তা বাড়াচ্ছে। একেই বাজারে শাকসবজির দাম বাড়ছে। তার মধ্যে মাছের দামও ক্রমশ বাড়ছে। যার ফলে জামাই ষষ্ঠীতে মাছের দাম চিন্তা বাড়াবে মধ্যবিত্তের সংসারে। প্রজনন মাসে মাছের জোগান কম থাকায় মাছের দাম বাড়ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us