১৪ বছর পরে আইপিএলের ফাইনালে রাজস্থান রয়্যালস

author-image
Harmeet
New Update
১৪ বছর পরে আইপিএলের ফাইনালে রাজস্থান রয়্যালস

নিজস্ব সংবাদদাতাঃ  আরসিবির ৮ উইকেটে ১৫৭ রানের জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস ১৮.১ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৬১ রান তুলে ম্যাচ জিতে যায়। হার্ষালকে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতান বাটলার। রাজস্থান ১১ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে খেতাবি লড়াইয়ে জায়গা করে নেয়। বাটলার ১০টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৬০ বলে ১০৬ রান করে অপরাজিত থাকেন। ৩ বলে ২ রান করে নট-আউট থাকেন হেতমায়ের। রাজস্থান রয়্যালস ২০০৮ সালের উদ্বোধনী মরশুমে আইপিএল চ্যাম্পিয়ন হয়। তার পর থেকে আর কখনও ফাইনালেই উঠতে পারেনি তারা। অবশেষে ১৪ বছর পরে রাজস্থান পুনরায় ইন্ডিয়ান প্রিমিয়র লিগের খেতাবি লড়াইয়ে জায়গা করে নেয়।