দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : তীব্র বিস্ফোরণে পুড়লো বাড়ির একাংশ। শুক্রবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুরের মোহনপুরের সাউটিয়াতে। জানা যায়, ঝাড়েশ্বর জানা নামে এক গৃহস্থের বাড়িতে হঠাৎই তীব্র বিস্ফোরণের শব্দ শুনতে পায় এলাকার মানুষজন। এর পর ঘটনাস্থলে এসে তারা দেখতে পায় বিস্ফোরণে বাড়ির একাংশ উড়ে গিয়েছে। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। কীভাবে ঘটলো বিস্ফোরণ তার তদন্তে নেমেছে মোহনপুর থানার পুলিশ। ঘটনাস্থলে মহকুমা পুলিশ আধিকারিক এর নেতৃত্বে উপস্থিত হয়েছে বিশাল পুলিশবাহিনী। তবে স্থানীয়দের অভিযোগ ওই ব্যক্তির বাড়িতে বাজি মজুদ ছিল। যদিও এই বিস্ফোরণের কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা ঝাড়েশ্বর জানার বাড়িতে বিজেপির প্রতীক চিহ্ন থাকায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।