New Update
/anm-bengali/media/post_banners/cwSvGct5SLfscrY3dXjZ.jpg)
নিজস্ব সংবাদদাতা, পাণ্ডবেশ্বরঃ ফের খনি কর্মীর মৃত্যু, খনি এলাকায় শোকের ছায়া। প্রত্যেক দিনের মতোই বৃহস্পতিবার রাতে নিজের কাজে সুস্থ অবস্থায় যোগ দিয়েছিলেন পাণ্ডবেশ্বর কুমারডিহি এ কোলিয়ারির খনি কর্মী রামচরিত সাদা। শুক্রবার ভোরে খনি থেকে ওপরে উঠবার সময় হঠাৎ অসুস্থতা বোধ করেন রামচরিত। খনি কর্মীরা সঙ্গে সঙ্গে তাকে কোলিয়ারির ডিসপেনসারিতে নিয়ে যায়। ডিসপেনসারির চিকিৎসক খনি কর্মীর অবস্থা সঙ্কটজনক থাকায় তাকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেয় বাংকলা এরিয়া হাসপাতালে। সেখানে চিকিৎসক খনি কর্মীকে মৃত বলে ঘোষণা করেন এমনটাই খনি কর্মীদের সূত্রে জানা যায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us