আজকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে

author-image
Harmeet
New Update
আজকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে আজও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ গরমের দাপট একটু কম থাকবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস।  বাতাসে আদ্রতা রয়েছে ৮৫ শতাংশ। তবে রাস্তাঘাটে বেড়োতে হলে ছাতা নিয়ে বেড়োনই উচিৎ হবে।

Very Heavy Rainfall Alert In These States For Next 5 Days; Imd Predicts  Peak Intensity On Monday | Mint