New Update
/anm-bengali/media/post_banners/B3mqnLOEIt5kwIK5U8Ie.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ জম্মু ও কাশ্মীরের চাদুরা এলাকায় বুধবার জঙ্গি হামলায় নিহত হন কাশ্মীরি অভিনেত্রী আমারিন ভট্ট। বৃহস্পতিবার আমারিন ভট্টের হত্যাকারীদের মধ্যে ২ জনকে এনকাউন্টারে খতম করল জম্মু ও কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনা বাহিনীর যৌথ দল। অবন্তিপুরায় এই এনকাউন্টারটি হয়। তবে পুলিশ এখনও আরেকজন হত্যাকারীর খোঁজে তদন্ত চালিয়ে যাচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us