New Update
/anm-bengali/media/post_banners/ZPGsf7qNXUdU7vIVGlfL.jpg)
রাহুল পাসোয়ান, আসানসোলঃ এসএসসিতে দুর্নীতির অভিযোগ তুলে আসানসোল ডি আই অফিসের সামনে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের নেতৃত্বে চলল বিক্ষোভ। এদিনের এই বিক্ষোভে সামিল ছিলেন জেলা প্রেসিডেন্ট সহ সামিল একাধিক বিজেপি কর্মীরা। এদিন তারা আসানসোল ডি আই এর হাতে একটি ডেপুটেশন পত্র তুলে দেন। অপরদিকে আসানসোল ডি আই সুনীতি সাফুই জানান, 'ম্যাডাম এসেছিলেন আমাকে একটা ডেপুটেশন পত্র তুলে দিয়ে গেছেন।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us