New Update
/anm-bengali/media/post_banners/QpHTxF9xDSZMTilcfJLB.jpg)
​
নিজস্ব সংবাদদাতা : গরমের ছুটির ঘোষণা করলো হরিয়না সরকার। বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে গরমের ছুটির কথা।আগামী ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত তাই বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি স্কুলগুলি। পুনরায় ক্লাস শুরু হবে ১ জুলাই। সরকারের তরফে ইতিমধ্যেই নোটিশ পাঠানো হয়েছে স্কুলগুলিতে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us