নিজস্ব সংবাদদাতা : ইন্ডিয়ান স্কুল অফ বিজনেসের একটি অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাগত জানাবেন এটাই রীতি। কিন্তু এবারেও মোদীর সঙ্গে দেখা হচ্ছে না কেসিআরের। কারণ বেঙ্গালুরুতে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার বাসভবনে যাচ্ছেন কেসিআর। ডেপুটি মন্ত্রী তালাসানি শ্রীনিবাস যাদবকে হায়দরাবাদ বিমানবন্দরে প্রধানমন্ত্রী মোদিকে অভ্যর্থনা জানানো সহ বিদায় জানানোর ভার দিয়েছেন। গত ৪ মাসে এই নিয়ে দ্বিতীয়বার মোদীর সঙ্গে বৈঠক এড়ালেন কেসিআর।