ভাষার ভিত্তিতে কাউকে আটক করা যাবে না! বাংলার পরিযায়ী শ্রমিকদের পাশে এবার সুপ্রিম কোর্ট
“ভারত হল জাপানের ব্যবসার জন্য গ্লোবাল সাউথে স্প্রিংবোর্ড”—টোকিও থেকে বার্তা মোদীর
রাহুল-প্রিয়াঙ্কার পোস্টারের সামনে মোদীকে গালিগালাজ, গ্রেফতার একজন
বিধানসভা ভোটের আগে ভোট ব্যবস্থায় বড় পরিবর্তন, নতুন বুথের পরিকল্পনা চূড়ান্ত হতে পারে
“যতদিন সূর্য চাঁদ থাকবে, মোদীর নাম থাকবে”—টোকিও কাঁপাল স্লোগান
নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে বৃষ্টি! পশ্চিমবঙ্গ জুড়ে চরম সতর্কতা
জোর করে খাওয়ানো হল অ্য়াসিড! ১৭ দিন পর পণের জন্য মর্মান্তিক পরিণতি তরুণীর
ভোরের বৃষ্টিতে অচল দিল্লি! ১৪৬ ফ্লাইট দেরি, রেড অ্যালার্ট জারি নয়ডা-গাজিয়াবাদে
উত্তরাখণ্ডে ভয়ঙ্কর মেঘভাঙা! রুদ্রপ্রয়াগ-চামোলিতে একাধিক পরিবার চাপা, নদী ফুলেফেঁপে বন্যার আশঙ্কা

গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে রক্তদাতার ভূমিকায় চন্দ্রকোনা থানার উর্দিধারীরা

author-image
Harmeet
New Update
গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে রক্তদাতার ভূমিকায় চন্দ্রকোনা থানার উর্দিধারীরা

নিজস্ব সংবাদদাতা, চন্দ্রকোনাঃ 'ফুটবে হাঁসি বাঁচবে প্রান,করলে তুমি রক্তদান' একে মূলমন্ত্র করে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উৎসর্গ ব্যানারে চন্দ্রকোনা থানার ব্যবস্থাপনায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়,যেখানে রক্তদাতার ভূমিকায় খোদ উর্দিধারীরা। বুধবার চন্দ্রকোনা থানা চত্বরে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় চন্দ্রকোনা থানার পক্ষ থেকে। যেখানে রক্তদান করেন থানার সিভিক ভলেন্টিয়ার থেকে পুলিশ কর্মীরা। পুলিশের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে ১০০ জন রক্তদাতা রক্তদান করেন বলে জানা যায়। শিবিরে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা সার্কেলের সিআই দেবাশীষ ঘোষ, চন্দ্রকোনা থানার ওসি রবী স্বর্ণকার সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা। গ্রীষ্মকালে ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের সংকট দেখা দেয়, এর জেরে সমস্যায় পড়তে হয় বিভিন্ন মুমূর্ষু রোগীদের। এসময় ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের চাহিদা পূরণে পুলিশের এই উদ্যোগ বলে জানা যায়।