অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত গুয়াহাটি

author-image
Harmeet
New Update
অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত গুয়াহাটি

নিজস্ব সংবাদদাতাঃ

ক্রমাগত ভারী বৃষ্টিতে বিপর্যস্ত আসাম রাজ্য। প্রাক বর্ষার অবিরাম চলা বৃষ্টির জেরে রাজ্যে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। লক্ষাধিক মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন। এদিকে বুধবার গুয়াহাটির কিছু অংশে বৃষ্টির পরে জল জমে গিয়েছে। অবিরাম বৃষ্টিপাতের পরে রাজ্যটি ক্রমাগত বিপর্যস্ত হয়ে পড়ছে বলে দাবি বিশিষ্ট মহলের। নগাঁও এবং হোজাইতে বন্যার জল হু হু করে বাড়তে শুরু করায়, সেখানকার মানুষ আশ্রয় শিবিরে থাকতে শুরু করেন। অসমে বন্যার জেরে বিপর্যস্তদের পাশে দাঁড়াতে রাজ্য সরকারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় কেন্দ্রীয় সরকারও।