New Update
/anm-bengali/media/post_banners/2srXASIp9SkhOD3OqQ2d.jpg)
নিজস্ব প্রতিনিধি -কলকাতায় ফের ভুয়ো কলসেন্টারের হদিশ মিলল।ভুয়ো কল সেন্টার চালানোর অভিযোগে বাগুইআটি জ্যাংড়া চৌমাথায়, অমরজ্যোতি অ্যাপার্টমেন্টের দোতলায় অভিযান চালায় বাগুইআটি থানার পুলিশ। মঙ্গলবার বিকালে এই কলসেন্টারে হানা দেন তদন্তকারীরা সেই তল্লাশি চলে রাত পর্যন্ত।এদিকে পুলিশ আসার খবর আগেভাগেই পেয়ে যায় সেখানকার কর্মীরা। তারা আগেই পালিয়ে যান তারা।সেই কলসেন্টার থেকে বহু নথি এবং ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে।সেখানে বসে বাইরের দেশগুলোর নাগরিকদের সঙ্গে প্রতারণা করা হত বলে প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us