নিজস্ব সংবাদদাতাঃ বন্যার ভয়াবহতা যেন কাটছেই না অসমে। অসমে এবার নতুন করে ১৮ টি জেলা প্লাবিত বন্যার জেরে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। নতুন ১৮ টি জেলায় বন্যার জল হু হু করে বাড়তে শুরু করায়, সেখানে ধ্বসও নামতে শুরু করেছে বলে খবর। প্রসঙ্গত, হোজাই এবং নগাঁও কার্যত জলের তলায়। নগাঁও এবং হোজাইতে বন্যার জল হু হু করে বাড়তে শুরু করায়, সেখানকার মানুষ আশ্রয় শিবিরে থাকতে শুরু করেন। অসমে বন্যার জেরে বিপর্যস্তদের পাশে দাঁড়াতে রাজ্য সরকারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় কেন্দ্রীয় সরকারও। সবকিছু মিলিয়ে যত দিন গড়াচ্ছে, তত কঠিন হচ্ছে অসমের বন্যা পরিস্থিতি। জানা যাচ্ছে, বন্যার জেরে অসমে বিপর্যস্ত প্রায় ৬.৫ লক্ষ মানুষ। বরপেটা, কাছাড়, ডারাং, ধুবড়ি, ডিব্রুগড়, ডিমা হাসাও, গোয়ালপাড়া, গোলাঘাট, হাইলাকান্ডি, হোজাই, কামরূপ, কামরূপ মেট্রোপলিটন, করবি অংলং পশ্চিম, করিমগঞ্জ, লাখিমপুর, মাজুলি, মরিগাঁও, নগাঁও, নলবাড়ি, সোনিতপুর, উদলগিরি জেলা বিপর্যস্ত।