​নিজস্ব সংবাদদাতাঃ ব্রিটিশ অ্যাডভেঞ্চারার বিয়ার গ্রিলসের সঙ্গে নেটফ্লিক্সের জন্য একটি অ্যাকশন-প্যাকড অ্যাডভেঞ্চার শোতে দেখা যাবে খিলজিকে অর্থাৎ রণবীর সিংকে। শোয়ের আইডিয়া একেবারে গ্রিলসের এবং নির্মাতারা মনে করেন যে রণবীর সিং এই অনন্য শোয়ের জন্য একেবারে যথাযথ তারকা। বহুল প্রতীক্ষিত শোয়ের রয়েছে এক নতুন আপডেট ।‘সিম্বা’ অভিনেতা ইতিমধ্যে শুটিংয়ের জন্য রওনা দিয়েছেন। “রণবীর ইতিমধ্যে বিয়ার গ্রিলসের সঙ্গে তাঁর শুটিংয়ের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন এবং একসঙ্গে কাজ নিয়ে তিনি সত্যিই উচ্ছ্বসিত। পূর্ব ইউরোপীয় কোনও দেশে তাঁরা শুটিং করবেন, এবং রণবীর অ্যাডভেঞ্চারের জন্য পুরোপুরি প্রস্তুত, ” সূত্রের খবর। খবরে এও শোনা যাচ্ছে বিরাট বাজেট নিয়েই শো- নির্মাতারা ময়দানে নেমেছেন।