New Update
/anm-bengali/media/post_banners/lRTg9olEW5UxfC1iDwI4.jpg)
রাহুল পাসওয়ান, আসানসোল : আসানসোল দক্ষিণ বিধানসভার দামোদর নদীর ঘাটে অবৈধভাবে নদী গর্ভ থেকে বালি চুরি করার জন্য অভিযান চালান আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। সঙ্গে ছিলেন শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরী এবং বিজেপি রাজ্য কমিটির নেতা বাপ্পা চ্যাটার্জী। ঘটনাস্থলে হিরাপুর থানা পুলিশকে ডাকা হলে পুলিশ পৌঁছায়। খতিয়ে দেখা হচ্ছে বালি নিয়ে যাওয়ার কাগজপত্র।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us