পেট্রলের দাম কমার সুফল পাচ্ছেন না আম জনতা

author-image
Harmeet
New Update
পেট্রলের দাম কমার  সুফল পাচ্ছেন না আম জনতা

নিজস্ব সংবাদদাতাঃ আমজনতাকে সুরাহা দিতে পেট্রল-ডিজ়েলে উৎপাদন শুল্ক কমিয়েছে কেন্দ্রীয় সরকার ।রাজ্যগুলিকে ভ্যাট কমিয়ে সুবিধার বহর আরও বাড়ানোর বার্তাও দিচ্ছেন তাঁরা। কিন্তু এই সবের মধ্যেই অভিযোগ, গত শনিবার উৎপাদন শুল্ক কমলেও পেট্রলে তার পুরো সুফল সাধারণ মানুষের দরজায় পৌঁছয়নি।পশ্চিমবঙ্গের ডিলারমহল সূত্রের খবর, কলকাতায় পেট্রলের মূল দাম রবিবার থেকে লিটারে ৭৯ পয়সা বেড়েছে। ফলে কেন্দ্র শুল্ক ছাঁটার আগে তা ৬১.৩২ টাকা থাকলেও, এখন হয়েছে ৬২.১১ টাকা। শুল্ক কমার ফলে যতটা কম দামে ক্রেতাদের জ্বালানিটি পাওয়ার কথা ছিল, পাচ্ছেন না। তবে অতি সামান্য হলেও কমেছে ডিজ়েলের মূল দাম। কলকাতায় আগে তার দাম ছিল লিটারে ৬১.৬০ টাকা। এখন হয়েছে লিটারে ৬১.৫৭ টাকা। কমেছে ডিলারদের কমিশনও। পেট্রলে ৩.৬০ টাকা থেকে কমে সেটা হয়েছে ৩.৫২ টাকা। ডিজ়েলে ২.২৫ টাকা থেকে কমে হয়েছে ২.২৪ টাকা। আজ, মঙ্গলবারও কলকাতার পাম্পে তেলের দাম অপরিবর্তিত। পেট্রল লিটার পিছু ১০৬.০৩ টাকা আর ডিজ়েল ৯২.৭৬ টাকা।