New Update
/anm-bengali/media/post_banners/w8vAzSqYJwoVX11zweHK.jpg)
নিজস্ব সংবাদদাতা, জামুরিয়াঃ জামুরিয়ার বাহাদুরপুরে সড়ক দুর্ঘটনায় দু'জন বেসরকারি কারখানার শ্রমিকের মৃত্যু। ঘাতক গাড়িটি পলাতক। স্থানীয় সূত্রে খবর সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ কারখানা থেকে বাড়ি ফেরার পথে বাহাদুরপুর মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিশের প্রাথমিক অনুমান মৃত দুই যুবক মোটর সাইকেলে ছিলেন। সম্ভবত ডাম্পারের সঙ্গে মোটর সাইইকেলের সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় দু'জনকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দু'জনকে মৃত ঘোষণা করে। মৃত দু'জন জামুরিয়ার শ্যামসেল কারখানার শ্রমিক বলে পুলিশ সূত্রে খবর। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মৃত দু'জনের মধ্যে একজনের বাড়ি অন্ডালের ময়রা এলাকায়।
​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us