New Update
/anm-bengali/media/post_banners/gjVlaZS0ffkn9cycj29a.jpg)
নিজস্ব প্রতিনিধি -ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নিরাপত্তারক্ষীদের সংখ্যায় কমিয়ে দেওয়া হয়েছে, সোমবার এক সিনিয়র পুলিশ একথা জানিয়েছেন।দেব, ১৪ই মে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন, যদিও, স্বরাষ্ট্র মন্ত্রক এখনও 'জেড'-শ্রেণির নিরাপত্তা প্রদান করে রেখেছে।"প্রাক্তন মুখ্যমন্ত্রীর কনভয় থেকে তিনটি গাড়ি প্রত্যাহার করা হয়েছিল ২১ শে মে থেকে।এখন, আমরা তাকে চার-গাড়ির কভার দিচ্ছি... সমস্ত নিরাপত্তা বজায় রেখে এবং হুমকির কথা চিন্তা করে," অফিসার একথা বলেছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us