হেলথ ইনস্পেক্টর হিসাবে চাকরির সুযোগ

author-image
Harmeet
New Update
হেলথ ইনস্পেক্টর হিসাবে চাকরির সুযোগ

নিজস্ব সংবাদদাতাঃ চাকরি প্রার্থীদের জন্য সরকারি চাকরির সুযোগ। কম্যান্ড হাসপাতাল ইস্টার্ন কম্যান্ড আলিপুরে হেলথ ইনস্পেক্টর পদে চলছে নিয়োগ। মোট শূন্যপদ ৯ টি। মাধ্যমিক পাসের সঙ্গে স্যানিটারি ইনস্পেক্টর কোর্স করা থাকলে চাকরির জন্য আবেদন করা যাবে।

বয়স- ১৮ থেকে ২৭ বছর।

বেতন- চাকরি পাবার পর ঠিক করা হবে।

আবেদনের জন্য আপনার তথ্য কমান্ড্যান্ট, কমান্ড হাসপাতাল (ইসি) আলিপুর, কলকাতা- ৭০০০২৭ এই ঠিকানায় পাঠান। আবেদন মূল্য হিসাবে ১০০ টাকা লাগবে। আবেদনের শেষ তারিখ ১৩.০৬.২০২২। খামে এবং বিষয়ের স্থানে ‘অ্যাপলিকেশন ফর হেলথ ইন্সপেক্টর’ কথাটি লিখতে হবে।