New Update
/anm-bengali/media/post_banners/6nQEq6aU724IsiKrRSGF.jpg)
রাহুল পাসোয়ানঃ আসানসোলের রেলপাড়, মহুয়াডাঙা সহ একাধিক এলাকায় উচ্ছেদের নোটিশ দিয়েছ রেল। তার প্রতিবাদে ডিআরএম অফিসের সামনে তুমুল বিক্ষোভ। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বিক্ষোভ চলছে। আসানসোল উত্তরের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বগণ উপস্থিত রয়েছে বিক্ষোভে। বিক্ষোভে উপস্থতিত ছিলেন ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, কাউন্সিলার গুরুদাস চ্যাটার্জি সহ অন্যান্যরা।ডেপুটি মেয়র অভিজিৎ ঘটকের অভিযোগ, রেলের এই উচ্ছেদ নোটিসের প্রতিবাদে তারা ডিআরএম এর সঙ্গে দেখা করতে গিয়ে ছিলেন। তবে তাদের সাথে ডিআরএম দেখা করেননি। আগামী দিনে এই আন্দোলন আরও বৃহত্তর হবে বলে জানান তিনি ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us