জাপানি শিশুর হিন্দি মন জয় করে নিল প্রধানমন্ত্রীর

author-image
Harmeet
New Update
জাপানি শিশুর হিন্দি মন জয় করে নিল প্রধানমন্ত্রীর

নিজস্ব সংবাদদাতা : টোকিওয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছনোর আগে থেকেই ভিড় জমেছে হোটেলের বাইরে। ভারতীয় প্রধানমন্ত্রীকে স্বচক্ষে দেখতে ভিড় করেন প্রবাসী ভারতীয়রা। ছিল খুদেরাও। এর মধ্যে একটি শিশুর হিন্দি মন জয় করে নেয় প্রধানমন্ত্রীর। শিশুটির নাম রিৎসুকি কোবায়াশি। হোটেলের বাইরে প্রধানমন্ত্রীর কাছ থেকে অটোগ্রাফের জন্য অপেক্ষা করছিল সে। তারপর হল দেখা। শিশুটিকে প্রধানমন্ত্রী বলেন, "ওয়াহ! তুমি হিন্দি কোথা থেকে শিখলে? তুমি ভালোমতো জানো?" ভারতীয় ফ্ল্যাগ আঁকা একটি ছবিতে স্বাক্ষরও করেন মোদী। তবে শুধু ইন্ডিয়ান ফ্ল্যাগই নয়, তার একটি ছবি একে ফ্রেমে আটকে তুলে ধরেন খুদেরা। রিৎসুকি কোবায়াশি বলে সে খুব খুশি। তার কথায় "বেশি হিন্দি বলতে পারি না, তবে আমি বুঝতে পারি। প্রধানমন্ত্রী মোদী আমার বার্তা পড়েছেন, যা আমি কাগজে লিখেছিলাম। এই কারণেই আমি খুব খুশি। এমনকি আমি তার স্বাক্ষরও পেয়েছি।"​