​সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি: রথ যাত্রার আগেই ক্ষতির মুখে লটকা চাষীরা। করোনা আবহে এবার লোকসানের মুখে জলপাইগুড়ির লটকা বিক্রেতারা। গতবছরের মতন এই বারও চলছে করোনার দ্বিতীয় ঢেউ। সূত্রের পাওয়া খবর অনুযায়ী করোনার জন্য বিভিন্ন রথের মঠগুলোতে রথযাত্রা পালন ছোট ভাবেই হচ্ছে।স্বাভাবিক ভাবেই রথের সময়ে বিভিন্ন বাজারে লটকার বিক্রি খুবই মন্দা । এই বছর করোনার জন্য সেই বিক্রিতেও আরও বেশী পড়েছে ভাটা।পাইকার কিংবা খুচরো লটকা বিক্রেতারা এই বার এখন পযর্ন্ত লটকা কিনতে আসেননি। তাই অনেক কষ্টে লটকা ফলন করেও লাভের মুখ দেখতে পারবেনা বলে ধাপগঞের এলাকার এক লটকা চাষী জানিয়েছেন। লটকা চাষীদের মতে এই লটকা বিক্রি করে অনেক টাই লাভ হতো কিন্তু এই বছর দারুণ ভাবে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।
/)