শেষ ম্যাচে জিতেও চ্যাম্পিয়ন হওয়া হল না লিভারপুলের

author-image
Harmeet
New Update
শেষ ম্যাচে জিতেও চ্যাম্পিয়ন হওয়া হল না লিভারপুলের

নিজস্ব সংবাদদাতাঃ শেষেমেশ ৩-২ গোলে অ্যাস্টন ভিলাকে হারিয়ে প্রিমিয়ির লিগের খেতাব ঘরে তোলে ম্যাঞ্চেস্টার সিটি। শেষ ম্যাচে উলভসকে ৩-১ গোলে হারিয়েও খেতাব অধরা থেকে যায় লিভারপুলের। ১ পয়েন্টের ব্যবধান ঘোচানো সম্ভব হয়নি সালাহদের পক্ষে।