New Update
/anm-bengali/media/post_banners/e7I0Rcloc2dbZx1mLM4y.jpg)
নিউজ ডেস্ক, ময়নাঃ ময়নার বাকচা গ্রাম পঞ্চায়েতের গড়ামাহাল গ্রামে বিজেপি নেতা নাড়ু মণ্ডল ও সঞ্জয় তাঁতীর বাড়ির সামনে হোগলা বন থেকে প্রায় শতাধিক তাজা বোমা উদ্ধার হয়েছে। ময়না থানার ওসি গোপাল পাঠকের নেতৃত্বে এখনও তল্লাশি চালানো হচ্ছে। এখনও পর্যন্ত ১২ ড্রাম তাজা বোমা উদ্ধার হয়েছে। বোম্ব স্কয়ার্ডকে খবর দেওয়া হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us