মার্বেলচাপা পড়ে শ্রমিকের মৃত্যু আসানসোলে, বিক্ষোভ

author-image
Harmeet
New Update
মার্বেলচাপা পড়ে শ্রমিকের মৃত্যু আসানসোলে, বিক্ষোভ

রাহুল পাসওয়ানঃ আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ফতেপুর এলাকায় পিঙ্ক মার্বেল হাউস নামে এক দোকানে শ্রমিকের কাজ করতেন এলাকার যুবক রতন কুমার রাম (২৫)। শনিবার ঐ মার্বেল হাউসে কর্মরত শ্রমিক রতন কুমার রাম মার্বেল তুলতে গিয়ে মার্বেলের তলায় চাপা পড়ে যায়। তৎক্ষণাৎ গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই তার মৃত্যু হয়। এর পর রতনকুমার রামের মৃতদেহটি মার্বেল দোকানের সামনে রেখে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ ও পরিবারের লোকেরা। ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ।