New Update
/anm-bengali/media/post_banners/gccqWoyhiMlTR4ERtJtN.jpg)
নিজস্ব প্রতিনিধি -গত মাসে ক্ষমতাচ্যুত হওয়া ইমরান খান সরকারের আমলের পাকিস্তানের মানবাধিকার বিষয়ক প্রাক্তন মন্ত্রী শিরিন মাজারিকে পুলিশ ‘অপহরণ’ করেছে বলে শনিবার অভিযোগ করেছে মাজারির দল ও তার পরিবার।'পুরুষ পুলিশ অফিসাররা আমার মাকে মারধর করে তুলে নিয়ে গেছে।' মাজারির মেয়ে ইমান জয়নব মাজারি-হাজির টুইটে একথা লিখেছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us