ফের বিপাকে দক্ষিণী অভিনেতা ধনুশ

author-image
Harmeet
New Update
ফের বিপাকে দক্ষিণী অভিনেতা ধনুশ

নিজস্ব প্রতিনিধি -অভিনেতা ধনুশ এবং তার বাবা কস্তুরি রাজা মাদুরাইয়ের এক দম্পতিকে আইনি নোটিশ পাঠিয়েছেন যারা দাবি করেছিলেন যে দক্ষিণী সুপারস্টার তাদের "বায়োলজিক্যাল" পুত্র।নোটিশটি তাদের আইনজীবীর মাধ্যমে পাঠানো হয়েছে, অ্যাডভোকেট এস হাজা মহিদিন গিষ্টি, দম্পতিকে ধানুশ সম্পর্কে "বিশেষ" দাবি বন্ধ করতে বলেছেন।