অলিম্পিক সোনা জয়ীর কাছে থাইল্যান্ডে সেমিতে হার সিন্ধুর

author-image
Harmeet
New Update
অলিম্পিক সোনা জয়ীর কাছে থাইল্যান্ডে সেমিতে হার সিন্ধুর

নিজস্ব সংবাদদাতাঃ টোকিও অলিম্পিক্সে সোনা জয়ী চিনের তারকা শাটলার ছেন উই ফাইয়ের কাছে থাইল্যান্ড ওপেনের সেমিফাইনালে হারলেন ভারতের পিভি সিন্ধু। ফাইনালে ওঠার লড়াইয়ে অলিম্পিকে জোড়া পদকজয়ী সিন্ধু ১৭-২১, ১৬-২১ হারেন টোকিওর সোনা জয়ীর বিরুদ্ধে। চলতি বছর এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতেন সিন্ধু। থমাস কাপের সঙ্গে হওয়া উবের কাপে সিন্ধুরা কোয়ার্টার ফাইনালে হেরেছিলেন। যেখানে থমাস কাপে ভারতীয় পুরুষ দল ঐতিহাসিক সোনা জিতে চমকে দিয়েছিল।