New Update
/anm-bengali/media/post_banners/FKP8aYisA6NOSOloYxmj.jpg)
নিজস্ব প্রতিনিধি -মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার বলেছেন যে আমেরিকা উত্তর কোরিয়াকে কোভিড ভ্যাকসিনের প্রস্তাব দিয়েছে কিন্তু বিচ্ছিন্ন দেশেটি এই মহামারী সত্ত্বেও "কোন সাড়া দেয়নি"। তিনি বলেন,'আমরা শুধু উত্তর কোরিয়াকে নয়, চীনকেও ভ্যাকসিনের প্রস্তাব দিয়েছি এবং আমরা তা অবিলম্বে করতে প্রস্তুত আছি।"এবং তিনি যোক করে বলেন, "আমরা কোন প্রতিক্রিয়া পাইনি।"
​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us