এসএসসি-কাণ্ডে আরও একটি এফআইআর দায়ের করল সিবিআই

author-image
Harmeet
New Update
এসএসসি-কাণ্ডে আরও একটি এফআইআর দায়ের করল সিবিআই

নিজস্ব সংবাদদাতাঃ দিন যত এগোচ্ছে, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় অস্বস্তি ক্রমশ বাড়ছে রাজ্য সরকারের। এবার গ্রুপ সি নিয়োগের ক্ষেত্রেও এফআইআর দায়ের করল সিবিআই। শনিবার সেই এফআইআর দায়ের করা হয়েছে। আর সেই এফআইআরে নাম রয়েছে এসএসসি-র তৎকালীন উপদেষ্টা কমিটির প্রধান শান্তি প্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সমরজিৎ আচার্য, সৌমিত্র সরকার ও অশোক সাহার নাম। এছাড়া তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অনুমোদনেই যে ওই কমিটি তৈরি করা হয়েছিল, সেটা উল্লেখ করা হয়েছে এফআইআরে। এঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র), ৪১৭ (প্রতারণা), ৪৬৫ (জালিয়াতি), ৪৬৮ (প্রতারণার জন্য জালিয়াতি), ৩৪ (একই উদ্দেশ্য নিয়ে করা অপরাধ) ধারায় মামলা করা হয়েছে।