নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার বিহার জুড়ে শুরু হয় প্রবল ঝড়, শিলাবৃষ্টি সঙ্গে বজ্রপাত। বিহারের ১৬টি জেলায় চলে প্রকৃতির এই রোষানল। বৃষ্টি ,ঝড়ের সঙ্গে চলে বজ্রপাত। বজ্রপাতের ফলে ৩৩ জনের মৃত্যু হয়। সবচেয়ে বেশি বৃষ্টি হয় সমস্তিপুর জেলায় (২২ মিমি)। আর সর্বাধিক মৃত্যু ভাগলপুরে (৭জন)। রাজ্য জুড়ে চলা ঝড়, শিলাবৃষ্টিতে হওয়া মৃত্যু-ক্ষতির খবর শুনে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ১৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেন।